ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নির্বাচনের মাঠে আসেন, খেলা হবে মাঠে

আরটিভি অনলাইন রিপোর্ট, নোয়াখালী

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ , ১০:২৮ পিএম


loading/img

'নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনের মাঠে আসেন, খেলা হবে মাঠে। পালিয়ে বেড়াবেন না। রেফারি (সিইসি) নিযুক্ত হয়ে গেছে। দেশকে জ্বালাও পোড়াওয়ের চিন্তা বাদ দিয়ে নির্বাচনে আসেন।' বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এ আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 

বিজ্ঞাপন

নোয়াখালীতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ সংলগ্ন ৫০০ শয্যা বিশিষ্ট নূরুল হক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

বিজ্ঞাপন

এতে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ সভাপতিত্ব করেন। 

২০১৩ সালে বঙ্গবন্ধুর 'কাছের মানুষ' আব্দুল মালেক উকিলের নামে মেডিকেল কলেজ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ৫০০ শয্যার একটি হাসপাতাল করার ঘোষণা দিয়েছিলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে নুরুল হকের নামে সে হাসপাতালের কাজ শুরু হলো। 

এসজে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |